নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশ। দুস্থ ও দরিদ্র মানুষের ঘরে খাবার নেই। কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষ। এ অবস্থায় সখীপুর উপজেলার বাঘের বাড়ি গ্রামের এক পুলিশ সদস্য এক মাসের বেতনের টাকা দিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।রোববার সকালে উপজেলার বাঘেরবাড়ি গ্রামের এসব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ওই পুলিশ সদস্যের নাম মো. আরিফুজ্জামান। সেই বাঘেরবাড়ি গ্রামের
বীর মুক্তিযোদ্ধা আবুবকর মিয়ার ছেলে। তিনি উত্তরা থানার এএসআই হিসেবে কর্মরত রয়েছেন। আরিফ জানান, এক মাসের সম্পূর্ণ বেতনের টাকায় ৫০ টি দরিদ্র পরিবারের মাঝে ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ছোলা, এক প্যাকেট সেমাই ও একটি করে সাবান বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে ওই পুলিশ সদস্যের ভাই বিদ্যুত হোসেন জানান, আমার ছোট ভাই অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করায় আমি তার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবানও জানান তিনি। এ বিষয়ে কাকড়াজান ইউনিয়ন আ.লীগের সভাপতি আ. খালেক মাষ্টার বলেন, করোনাকালে দেশে পুলিশ বাহিনী ভূমিকা অনেক। আমাদেরর গ্রামের পুলিশ সদস্য আরিফুজ্জামান ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের পাশে এগিয়ে এসেছেন এটি খুবই ইতিবাচক দিক। এ সময় তিনি ব্যক্তি উদ্যোগে ত্রাণ দেওয়া ওই পুলিশ সদস্যের সফলতা কামনা করেছেন।