নিজস্ব প্রতিবেদক: সখীপুরে লেয়ার বাচ্চা ও ডিমের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পোল্ট্রি মালিক সমিতি বড়চওনা বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপজেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ সাঈদ আজাদ, আমান উল্লাহ আমান, দুলাল হোসেন, মোস্তফা কামালসহ শতাধিক পোল্ট্রি খামারী অংশ নেন।