নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের ব্যক্তিগত উদ্যোগে তিনশতাধিক চা বিক্রেতার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের ১১ টি পয়েন্ট থেকে সামাজিক দূরুত্ব বজায় রেখে এ সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, সখীপুর পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ব্যক্তিগত তহবিল থেকে মঙ্গলবার সকালে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের তিনশতাধিক চা বিক্রেতার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় জনপ্রতি ১০ কেজি চাউল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, দেশের এ অবস্থাতে বেশি অসহায় চা বিক্রেতারা। মূলত এরা দিন এনে দিন খায়। ওইসব চা বিক্রেতাদের নাম তালিকা করে নিজ তহবিল থেকে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।