19 C
Dhaka
Tuesday, November 18, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে প্যাকেজে টিসিবির পণ্য বিক্রি, বিড়ম্বনায় ক্রেতারা

সখীপুরসখীপুরে প্যাকেজে টিসিবির পণ্য বিক্রি, বিড়ম্বনায় ক্রেতারা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সপ্তাহে দুইদিন উপজেলার বিভিন্ন পয়েন্টে বিদেশি পেঁয়াজ, সয়াবিন তৈল, চিনি, ডাল, খেজুর,ছোলাসহ ছয়টি পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবি’র এসব পণ্য গ্রাহকদের প্রয়োজন অনুসারে পৃথকভাবে বিক্রির কথা থাকলেও ডিলারগণ নীতিমালা অনুসরণ করছেন না। অধিকাংশ ডিলার এসব টিসিবির পণ্য কৌশলে প্যাকেজ আকারে বিক্রি করছেন। এতে বিড়ম্বনায় পড়েছেন উপজেলার নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে রমজানে চিনি, সয়াবিন তৈল, মসুর ডাল, ছোলা বিক্রি করা হচ্ছে। ডিলার এসব স্থানে টিসিবির পণ্য প্যাকেজ আকারে বিক্রি করছেন। মেসার্স কাকলি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আতিকুর রহমান দুলাল জানান, টিসিবি অফিস থেকে প্যাকেজ আকারে বিক্রির নির্দেশনা রয়েছে।

মামুন নামের এক ক্রেতা বলেন, তেল, চিনি ও ডাল প্রয়োজন। কিন্তু এগুলোর সাথে আমাকে ২কেজি ছোলা নিতে হচ্ছে। নিজেদের ব্যবসায়িক সুবিধায় ডিলাররা এভাবে ইচ্ছেমতো পণ্য বিক্রি করছেন। আর এতে ভোগান্তি পোহাচ্ছেন নিম্নআয়ের ক্রেতারা।

সাহেরা নামের আরেক নারী ক্রেতা জানান, আমরা গরীব মানুষ। স্বামী দিনমুজুর। আমার পক্ষে প্যাকেজে ৬০০ থেকে ৮০০ টাকার পণ্য কেনা সম্ভব নয়। আমি তেল ও চিনি কিনতে চাই কিন্তু তারা আমাকে এভাবে পণ্য দিতে চাননি। তাই আমি খালি হাতে ফিরে যাচ্ছি।

টিসিবির পণ্য কিনতে আসা প্রতিটি ক্রেতারই একই অভিযোগ। এ কারণে টিসিবির পণ্য কিনতে ট্রাকের সামনে ভিড় থাকলেও সামর্থ্য না থাকায় ফিরে যাচ্ছে অনেক ক্রেতা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, প্যাকেজ আকারে টিসিবির পণ্য বিক্রি করার নিয়ম নেই। এ বিষয়ে টিসিবি কৃর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles