সখীপুর (টাঙ্গাইল), ০৩ ডিসেম্বর: সখীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় ইউএনও মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, সমাজসেবা কর্মকর্তা মো. মনছুর আহমেদ, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, আবদুল মান্নান, প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুল হক বাপপা, সম্পাদক এনামুল হক, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সুমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।