নিজস্ব প্রতিবেদকঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এবারের ঈদুল ফিতরে টাঙ্গাইলের সখীপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর ও জমি পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন ৩৫ পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন পরিবারের মাঝে উপহারের এসব ঘর আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২০ সালে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন করে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। ‘আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে ভূমিহীনদের জন্য গৃহনির্মানের কাজ শুরু করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলার ৮০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ইতিমধ্যে মুজিবর্ষের ঘর দেওয়া হয়েছে। মঙ্গলবার তৃতীয় পর্যায়ে ৩৫ টি ঘর এবারের ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি প্রদান করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম বলেন, সখীপুরে তৃতীয় পর্যায়ে ৩৫ টি ঘর ইতিমধ্যে নির্মিত হয়েছে ও আরও ২০টি ঘর নির্মাণাধীন রয়েছে। আগের দুই পর্যায়ের ঘরের চেয়ে তৃতীয় পর্যায়ের ঘরের নির্মাণ ব্যয় বেশি। এ পর্যায়ে প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ঘরের নকশায়ও পরিবর্তন আনা হয়েছে। যার ফলে ঘরগুলো টেকসই ও মজবুত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফারজানা আলম বলেন, মুজিব শতবর্ষে ‘একটি মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন। দুই পর্যায়ে ইতিমধ্যে ৮০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। ২৬ এপ্রিল ৩য় পর্যায়ে প্রাথমিক ভাবে ৩৫ পরিবারকে ঘর দেওয়া হবে। পরবর্তীতে আরও ২০টি পরিবারকে ঘর দেওয়া হবে।