নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের ঢনঢনিয়া ছোটচওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার দুপুরে ওই স্কুল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা সমাবেশের আয়োজন করে। ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কাকড়াজান ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক,
ম্যানেজিং কমিটির সদস্য মনিরুজ্জামান লাবু, বছির উদ্দিন, আবদুস সালাম, বিল্লাল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য রায়হান সরকার, ফজলুল হক ধলা, আসলাম পারভেজ সবুজ প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম তথ্য গোপন করে গত ৫ আগস্ট সহকারী প্রধান শিক্ষক ও দুইজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিযেছেন। ম্যানেজিং কমিটির সদস্যরা এ নিয়োগ বিষয়ে কিছুই জানেন না। তিনটি পদে নিয়োগে তিনি মোটা অংকের অর্থ নিয়েছেন। ওই নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আন্দোলন করবেন বলেও জানান তারা।
