22 C
Dhaka
Sunday, March 23, 2025

আমরা দেশপ্রেমিক অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি: আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস...

সংস্কার বাস্তবায়ন করতে নির্বাচন অত্যাবশ্যকীয়: আযম খান

সাইফুল ইসলাম সানি: বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)...

৮ তারিখ আপনার জন্যে সৌভাগ্যপূর্ণ: ড. ইউনূসকে বললেন আযম খান

সাইফুল ইসলাম সানি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ...

সখীপুরে প্রশংসা কুড়াচ্ছে পুলিশের কার্যক্রম

সখীপুরসখীপুরে প্রশংসা কুড়াচ্ছে পুলিশের কার্যক্রম

সাইফুল ইসলাম সানি: সখীপুরে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, জুয়া প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। তাঁরা উপজেলার আনাচে-কানাচে গিয়ে অভিভাবক ও দলবেঁধে অবস্থানরত যুবকদের সতর্ক করছেন। গত এক মাসের অভিযানে গাঁজা বিদেশি মদ উদ্ধার ও বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করেছে পুলিশ। পুলিশের এমন কাজে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। পুলিশ বলছে- অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সখীপুর থানা সূত্রে জানা গেছে, প্রায়শই অভিভাবক ও সচেতন মহল অভিযোগ করেন– উঠতি বয়সের যুবকেরা পড়াশোনা রেখে বাইরে উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা, আড্ডা, মোবাইল গেম, অনলাইন জুয়া ও মাদকাসক্ত হয়ে যাচ্ছে। ফলে কিশোর গ্যাং, ইভটিজিং, ছিনতাইসহ অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া মাদকের ভয়াবহতা রুখতে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ও পুলিশের সঙ্গে কথা বলেছেন। পরে থানার ওসির নির্দেশে গত একমাস ধরে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ।

এ বিষয়ে আরিফুর রহমান নামে এক অভিভাবক বলেন, মাদক আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে। এই মাদক, ইভটিজিং ও ভবঘুরে ঘোরাফেরা নিয়ন্ত্রণে পুলিশ কাজ শুরু করেছে। পুলিশের এ উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সখীপুরে মাদক ও বখাটেপানার প্রবণতা রয়েছে। শিক্ষার্থী ও উঠতি বয়সের যুবকদের এসব থেকে রক্ষা করতে পুলিশের এই বিশেষ উদ্যোগ। ইতোমধ্যে মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ ধ্বংস করেছি। এ ছাড়া বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর নামে মামলাও হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় বলেন, আমার লক্ষ্য হচ্ছে মাদকমুক্ত সখীপুর-বাসাইল গড়া। যতোই চাপ আসুক, কিশোর গ্যাং বলতে কোনো শব্দ সখীপুর-বাসাইলে থাকবে না। এ বিষয়ে ইতোমধ্যেই আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles