সাইফুল ইসলাম সানি: আজ শুক্রবার সখীপুরে প্রস্তাবিত উমেদ আলী কারিগরি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। একই সঙ্গে তিনি কীর্ত্তনখোলা নয়া কচুয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনোয়ারা-খালেক বিদ্যাপীঠেরও উদ্বোধন করেন। এ সময় সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত শিকদার, মেয়র আবু হানিফ আজাদ, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বিএসসি, নাট্যজন আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে এডভোকেট জোয়াহেরুল ইসলামকে চাঁদের হাট (কচুয়া) আনোয়ারা-খালেক বিদ্যাপীঠের উদ্যোগে এলাকাবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয়।