29 C
Dhaka
Monday, September 9, 2024

সখীপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক শিক্ষক সমিতির...

চাপ দেবেন না, দাবি আদায়ে সমাবেশ–ঘেরাও করবেন না, ধৈর্য ধরুন: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ও...

রাত ১০টায় ছাড়া হবে কাপ্তাই হ্রদের পানি, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের...

সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

জাতীয়সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ভোটারদের কাছে ভোট প্রার্থনা। লিফলেট, পোস্টার, ক্যাম্পেইন সবই হয়েছে। বিদ্যালয়ের-ঘরে জাতীয় নির্বাচনের আদলে বসানো হয়েছে গোপন বুথ।
ব্যালট বাক্স, ব্যালট পেপার ছাপানো হয়েছে প্রার্থীদের নামে নামে। নির্ধারিত সময়ে প্রাথমিক বিদ্যালয়ের গেটে ভোটাররা দাঁড়িয়েছে লম্বা লাইনে। এভাবেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে সখীপুর উপজেলার ১৪৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে। এসব ক্ষুদে ভোটারদের ভোটেই নির্বাচিত হবে স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি। রোববার সকালে উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ক্ষুদে ভোটারদের ভোটগ্রহণের জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। এজন্য আগে থেকেই নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচনী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সবই। এতে প্রতিটি বিদ্যালয়ে শিশুদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে সাতজন কাউন্সিলর। এ সাত কাউন্সিলরের নেতৃত্বেই স্কুলের ছাত্রছাত্রীরা পরবর্তীকালে তাদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।


বিদ্যালয়ের নির্বাচন কমিশনার ইতি আক্তার ও প্রিজাইডিং অফিসার সুরুভি আক্তার জানান, সকাল থেকে ছাত্রছাত্রীরা অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট দিয়েছে। পরে ভোট গণনার পর ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল জানান, নির্বাচিত প্রতিনিধিরা টিকাদান, বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কাজে শিক্ষকদের সহযোগিতা করে থাকেন। ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যায় তারা তাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।সখীপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস জানান, এ নির্বাচনের মাধ্যমে কোমলমতি শিশুদের মাঝে গণতান্ত্রিক চেতনা সৃষ্টি হবে। তাদের মাঝে নেতৃত্বের বিকাশ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হবে। এতে শিশুর মনে ইতিবাচক প্রভাব পড়বে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles