
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ফলদ বৃক্ষ মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সভায় স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরমেয়র আবু হানিফ আজাদ, ইউএনও মৌসুমী সরকার রাখী, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, ভাইস চেয়াম্যান সবুর রেজা, কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।