নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে দামিয়া ছাত্র সংসদের আয়োজনে ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল। খেলায় বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস.এম কামরুল হাসান, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মোতালেব হোসেন সিকদার, ডা. শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল, দপ্তর সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, শাহাদত হোসেন শাহজাহান,সহিদুল ইসলাম। খেলায় নিশ্চিন্তুপুর একাদশকে ২-০ গোলে হারিয়ে বানিয়ারছিট একাদশ বিজয়ী হয়।


