নিজস্ব খেলাধুলায়ঃ “খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার কাকড়াজান ইউনিয়নের সবকয়টি মাঠে ফুটবল বিতরণ করা হয়েছে। আ.লীগ নেতা ও কাকড়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফরিদুজ্জামান ফরিদের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে তিনি বল বিতরণ করে যাচ্ছেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হাফেজ মোহাম্মদ গণি, মহানন্দনপুর বাজার বণিক সমিতির সভাপতি শাহ আলম মিয়া, খাইরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ফরিদুজ্জামান ফরিদ বলেন, খেলাধুলায় মনোযোগ ফিরিয়ে আনতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফুটবল বিতরণ করা হচ্ছে।
