- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সখীপুর চক্ষু হাসপাতালে দিনব্যাপি ‘আমাদের সখীপুর, আলোকিত সখীপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ ক্যাম্পের আয়োজন করে। উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র দুই শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে চোখে ছানিপড়া ৫০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামি ১৭ মার্চ এসব রোগীদের চোখের ছানি অপারেশন করা হবে। সংগঠনের কর্ণধার জাহাঙ্গীর তারেক বলেন, ‘আমাদের সংগঠনটি শুধুমাত্র আর্ত-মানবতার সেবা প্রদানের জন্য গঠন করেছি। বিনামূল্যে চোখের চিকিৎসা, ছানি অপারেশন, ব্লাড গ্রুপ নির্ণয় ছাড়াও পরবর্তীতে একটি ব্লাড ব্যাংক খোলার কথা ভাবা হচ্ছে।