ইসমাইল হোসেনঃ সারাদেশের ন্যায় সখীপুরে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। বুধবার সকালে সরকারি পিএম পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে ইউএনও মো. আমিনুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। পরে পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে এমপি জোয়াহেরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
দুটি অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক, কাইউম হোসাইন।
এসময় ওসি (তদন্ত) লুৎফুল কবির, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, ইউসিসিএ লিঃ চেয়ারম্যান কেবিএম রহুল আমীন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক রনি আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।