নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা ছাত্রলীগ ও শহর ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মিলাদ মাহফিলের আয়োজন করে। মাহফিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি খান রফিক সভাপতিত্ব করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, পৌর আ.লীগের সভাপতি আহমদ আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, ইউ পি চেয়ারম্যান আনসার আলী আসিফ, আ,লীগ নেতা ফজলুল হক শিকদার, জেলা আ,লীগ নেতা আলমাস আজাদসহ উপজেলা ও শহর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করা হয়।