সাইফুল ইসলাম সানি: সখীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন এ আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির উদয়সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।