নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক প্রকৗশলী আতাউল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, অফিসার ইন-চার্জ আমির হোসেন, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ।

এসবি/ইসমাইল