28 C
Dhaka
Saturday, November 2, 2024

ছাদ খোলা বাসে নেওয়া হচ্ছে বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে, বিমানবন্দরে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: তুরস্কে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায়...

আজ প্রাক্তনের খোঁজ নেওয়ার দিন

নিজস্ব প্রতিবেদক: প্রাক্তনের সঙ্গে সাধারণত যোগাযোগ আর...

সখীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী...

সখীপুরে বন্দবস্ত জমিতের ঘর তোলা নিয়ে সংঘর্ষ। দুই পক্ষের আহত ১১জন

সখীপুরসখীপুরে বন্দবস্ত জমিতের ঘর তোলা নিয়ে সংঘর্ষ। দুই পক্ষের আহত ১১জন

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বন্দবস্তের জমিতে ঘর তোলা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত। রবিবার সকালে উপজেলার বেড়বাড়ি টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, সজীব (২৪), শুকুর মাহমুদ (৫৫) শহিদুর রহমান (৩৪), আছিরন (৪০), রাফেলা (৩৫), লেবু মিয়া (লেবু পীর) (৫৬), মো. রফিকুল ইসলাম (৪৫), আমিনুল ইসলাম (৩২), লাভলু মিয়া (৫০) সোহেল (৩৫), ফজলুল করিম (৪৫)। গুরুতর আহত সজীব ও আছিরন সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে লেবু মিয়া ও রফিকুল ইসলাম টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অন্য পক্ষ প্রস্তুতি নিচ্ছেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বেড়বাড়ি এলাকার সরকারি খাস জমি বন্দবস্ত পায় ওই এলাকার শাহীন মিয়া ও তার স্ত্রী রুনা আক্তার। ওই জমিটি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিল শুকুর মাহমুদরা। সেই জমির কিছু অংশে তাদের পারিবারিক কবরস্থান রয়েছে। সোমবার সকালে ওই বন্দবস্তের জমিতে শাহীনের বাবা লেবু মিয়া লোকজন নিয়ে ঘর তোলতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়।
এ ঘটনায় রুনা আক্তার বাদী হয়ে সখীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অপর পক্ষের শহিদুর রহমান বলেন, এই জমিতে আমার দাদা, দাদী, ফুপুসহ ৬ টি কবর রয়েছে। সেই জমিটি ভূমিহীন দেখিয়ে শাহীন ও তার স্ত্রী মিলে বন্দবস্ত নেন। আসলে ওরা ভূমিহীন না। শাহীন এখন বিদেশে থাকে, ওরা প্রভাবশালী পরিবার। মারামারির ঘটনায় থানায় অভিযোগ দেবো।
এ বিষয়ে যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার বলেন, ওই জমির বিষয়ে কয়েক দফা শালিসি বৈঠক হয়েছে। বন্দবস্তের জমিটি শাহীনদের বুঝিয়েও দেয়া হয়েছে। জমি নিয়ে মারামারি এটা খুব দুঃখ জনক।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, জমি নিয়ে মারামারির ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles