নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বনের গাছ কাটার অভিযোগে বন বিভাগের দায়ের করা মামলায় এবার রোকেয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বিধুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মজনু মিয়ার স্ত্রী।
জানা যায়, রোকেয়া বেগম স্থানীয় বন বিভাগের মামলায় ৬ মাসের কারাদ- প্রাপ্ত আসামি। সম্প্রতি তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বৃহস্পতিবার ভোররাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে বন বিভাগের মামলায় গৃহবধূ গ্রেপ্তার হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, একজন গৃহবধূর পক্ষে বনের গাছ চুরি করে কাটা কতটা সম্ভব জানিনা। তবে অনেক সময় বন বিভাগের লোকজন বদলী হওয়ার আগে স্থানীদের নামে প্রতিহিংসামূলক মামলা দায়ের করে অন্যত্র চালে যায়। পরে সারাজীবন ভুক্তভোগীদের সেই মামলার ঘানি টানতে হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘ছয় মাসের সাজাপ্রাপ্ত এক মহিলা আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’