ইসমাইল হোসেন
সখীপুরে বন মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিদাস গ্রাম থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই শিক্ষকের নাম মোহাম্মদ আজহারুল ইসলাম। তিনি গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমী স্কুলের সহকারী শিক্ষক এবং ওই এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলা ট্রাক মালিক সমিতির সাবেক সভাপতিও ছিলেন।
সখীপুর থানার ওসি আমীর হোসেন বলেন, ওই শিক্ষকের নামে বন বিভাগ ২০১০ মামলা করেন। সেই মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে রোববার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।