28.7 C
Dhaka
Tuesday, June 10, 2025

সখীপুরে এসএসসি-২০০০ ব্যাচের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: ‘বন্ধু তোরা আসবি সবে, অতীত...

সখীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সখীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

সখীপুরে বর্ণাঢ্য আয়োজনে জামাই সমাবেশ অনুষ্ঠিত

জাতীয়সখীপুরে বর্ণাঢ্য আয়োজনে জামাই সমাবেশ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সানি: সখীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামাই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালিদাস পাইলট বাড়ি এলাকার ভিন্ন মাত্রার এ আয়োজন অবাক করেছে অনেককেই। সমাবেশে প্রায় দেড় শতাধিক জামাইসহ তাঁদের পরিবারের ৮ শতাধিক সদস্য অংশ নেন।
জানা যায়, জামাই সমাবেশ উপলক্ষে আগেরদিন থেকেই ওই এলাকার নবীন প্রবীণসহ শতাধিক জামাতা তাঁদের পরিবারসহ উপস্থিত হতে থাকেন। শুক্রবার দিনব্যাপী ছোট-বড় সদস্যদের সমন্বয়ে চলতে থাকে গ্রামীণ খেলাধুলা, র‌্যাফেল ড্র ও প্রীতিভোজ। একপর্যায়ে জামাই সমাবেশ সকলের মিলন কেন্দ্রে পরিণত হয়। প্রত্যেক জামাতার জন্যই ছিল সৌজন্য উপহার। সন্ধ্যায় রেডিও টেলিভিশনের শিল্পীদের গান পরিবেশনার মাধ্যমে জামাই সমাবেশের সমাপ্তি ঘটে।
ওই এলাকার জামাতা আবদুল বারেক সরকার বলেন, দীর্ঘদিন পর শ্বশুরবাড়ির পরিচিত-অপরিচিত সকল আত্মীয়দের সঙ্গে দেখা হয়েছে। ক্ষনিকের জন্য হলেও সেই যৌবনের দিনগুলোর কথা মনে পড়ে গিয়েছিল, যেনো ফিরে গিয়েছিলাম বিয়ের স্মৃতিময় প্রথম দিনগুলোতে। নাতি-পুতিদের নিয়ে আড্ডাও জমেছিল বেশ!
জামাই সমাবেশের আয়োজক গ্রুপ ক্যাপ্টেন আবু রায়হান জানান, বর্তমান ভার্চুয়াল জগতে পারিবারিক বন্ধন ও আত্মীয়তার সম্পর্কগুলো প্রায় ছিন্ন হতে বসেছে। নিজের বোন, বোন জামাই, তাঁদের সন্তান ও নাতি-নাতনীদের সঙ্গে অনেকের সম্পর্কগুলো দিনদিন হারিয়ে যাচ্ছে। এসব হারিয়ে যাওয়া সম্পর্কগুলো দৃঢ় করতে এবং অকে-অপরের সঙ্গে পরিচিত হতে প্রতিটি এলাকায় এসব সমাবেশের আয়োজন করা প্রয়োজন।

 

-এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles