27 C
Dhaka
Saturday, October 5, 2024

বিয়ের জন্য যেন ব্যাংকগুলো সহজ ঋণ দেয়

নিজস্ব প্রতিবেদক: ২৪-২৫ বছর বয়সকেই বিয়ের জন্য...

টাঙ্গাইলে অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধ! একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইনে জুয়া খেলার...

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত ইসরায়েলের: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইরানের...

সখীপুরে বর্তমান এমপির অনুসারীদের হামলায় সাংবাদিকসহ আহত ৯

বাংলাদেশজাতীয়সখীপুরে বর্তমান এমপির অনুসারীদের হামলায় সাংবাদিকসহ আহত ৯

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের কর্মী-সমর্থকের উপর বর্তমান এমপির কর্মী-সমর্থকেরা হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সখীপুর উপজেলার নলুয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে সাবেক এমপির আট কর্মী ও স্থানীয় পত্রিকার এক সাংবাদিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হামলার শিকার সাংবাদিক জাহিদ হাসান।

প্রত্যক্ষদর্শী ও সাবেক এমপির অনুসারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৮ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে তালা ভেঙ্গে দলীয় কার্যালয়ে প্রবেশ করে এবং পরের দিন সাবেক এমপির তিনটি ছবি কার্যালয়ের পিছনে ময়লার ভাগাড়ে পাওয়া যায়।

এ ঘটনায় সাবেক এমপির কর্মী-সমর্থকেরা পৌর শহরের ফোয়ারা চত্বরে বৃহস্পতিবার সকালে প্রতিবাদ সভার আয়োজন করে, কিন্তু বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির অনুসারীরা সকাল থেকে ফোয়ারা চত্বর দখলে নিয়ে মহড়া দিতে থাকে।
পরে সখীপুর থানার পুলিশের অনুরোধে সংঘাত এড়াতে তারা উপজেলা শহর থেকে নয় কিলোমিটার দূরে নলুয়া বাজারে এ প্রতিবাদ সভার আয়োজন করে। এ খবর পেয়ে বর্তমান এমপির অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা নলুয়া বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে হামলা চালায়।

হামলার শিকার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ।

এতে সাবেক সংসদ সদস্যের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খন্দকার কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান লিটন, হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহজালাল, উপজেলা যুবলীগের সদস্য আজমত আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল আমিন সিকদার আহত হোন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাপ্তাহিক সখীপুর বার্তার স্টাফ রিপোর্টার জাহিদ হাসানকেও হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। জাহিদ হাসান বলেন, বর্তমান এমপির ফুফাত ভাই শিবলী সাদিক ওরফে কিং শিবলী আমাকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে। আমি পত্রিকার আইডি দেখিয়ে পরিচয় দেওয়ার পরও ছাড় পাইনি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতিকুর রহমান আতোয়ার বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি জয় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের নামে স্লোগান দিয়ে হেলমেট পরে হাতুড়ি রড দিয়ে তারা আমাদের উপর অতর্কিত হামলা করে। আমাদের হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি অনুপম শাহজাহান জয় বলেন, ঘটনাটি দুঃখজনক দলের অতি উৎসাহী কেউ যদি এটা করে থাকে খুব দ্রুতই তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles