নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সখীপুর উপজেলা শাখার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার বেলা সকালে শিক্ষক সমিতির কার্যালয়ে এ তফসিল ঘোষণা করা হয়। জানা যায়, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের তারিখ ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর বেলা চারটা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ২৯ ডিসেম্বর, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ৩০ ডিসেম্বর ও মনোনয়নপত্র প্রত্যাহার ৩১ ডিসেম্বর । এছাড়াও ১০ জানুয়ারি সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিশনের আহ্বায়ক ও নলুয়া বাছেত খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন বলেন, আগামী ১০ জানুয়ারি সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬২৪জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই পদে শুধুমাত্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসবি/ইসমাইল