নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বাউল শিল্পী শরীয়ত সরকারের ফাঁসির দাবিতে স্থানীয় মুসুল্লিরা মানববন্ধন করেছে। আজ রোববার বিকেলে সখীপুর মুখতার ফোয়রা চত্বরে শতশত মুসুল্লী মানববন্ধনে অংশ নেন। এর আগে, গতকাল শনিবার দুপুরে উপজেলা বাউল সমিতির উদ্যোগে একই জায়গায় শরীয়ত সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববারের মানববন্ধনে মুসুল্লীরা জানান, শরীয়ত সরকার আল্লাহ ও রাসুল (সা:) -এর নামে কটুক্তি, কোরআন-সুন্নাহর অপব্যাখ্যা ও আলেম ওলামাদের প্রতি বিষাদগার বক্তব্য দিয়েছে। ওই বক্তব্যের প্রতিবাদেই আজকের এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এ সময় বক্তারা বাউল শিল্পী শরীয়ত সরকারের ফাঁসি শাস্তির দাবি জানান।