নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বাল্যবিয়ের অপরাধে বরের দুলাভাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন। জানা যায়, সোমবার রাতে বরের দুলাভাই আরিফ গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকার নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে বিয়ে করিয়ে বরের বাড়িতে নিয়ে আসেন। বাল্য বিয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বিকেলে বর আসাদুল ইসলামের বাড়ি উপজেলার কীর্ত্তনখোলা গ্রামে গিয়ে হাজির হন। টের পেয়ে বরের বড় বোন জামাই আরিফ বর আসাদুল ইসলামকে বাড়ি থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। সত্যতা প্রমাণিত হওয়ায় বরের দুলাভাই আরিফ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বাল্যবিয়ে নিরোধ আইনে তাকে এ জরিমানা করা হয়েছে।