নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের মা শিল্পী আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলার কালমেঘা গ্রামে এ ঘটন ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, নবম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীর বাল্যবিয়ের আয়োজন করে তার মা। সংবাদ পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের মা শিল্পী আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ে মাকে ১০ হাজার টাক জরিমানা করা হয়েছে। অন্যদিকে মুচলেকা নিয়ে বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে।


