নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বাল্যবিয়ের ৯ মাস পর ঝর্ণা আক্তার (১৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ শনিবার (৭ আগস্ট) ভোর রাতে স্বামী শুভ আহম্মেদের (১৮) বাড়িতে গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামের এ ঘটনা ঘটে। শুভ ওই গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ৯ মাস আগে শুভ আহম্মেদের সঙ্গে ভালুকা উপজেলার আঙগারগারা ডালুয়া গ্রামের জমশের আলীর মেয়ে ঝর্ণা আক্তারে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। গত ২ দিন আগে তুচ্ছ ঘটনায় তাদের মনোমালিন্য চলছিল। পরে শনিবার ভোররাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে ঝর্ণা আত্মহত্যা করে। সখীপুর থানার উপ-পরিদর্শক ওসমান গণি জানায়, এটি বাল্যবিয়ের কুফল। লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছিল। অভিযোগ না থাকায় দু’পক্ষের উপস্থিতিতে লাশটি ময়নাতদন্ত না করে দিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, বাল্যবিয়ের বিষয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে।


