নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের সখীপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিশ্বর্ত মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচি পালন করে। এ সময় উপজেলা বিএনপি’র আহবায়ক (প্রস্তাবিত) শাজাহান সাজু’র সভাপতিত্বে যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম প্রমুখ বক্তব্য দেন।
