নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে চাল ডাল তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সাজু। এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, সাবেক সহ-সভাপতি হাজী আব্দুল গণি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুস ছবুর রেজা, তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল, তানভীর আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কায়ছার কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।