নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের কর্মহীন ও হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ সামগ্রী বিতরণ করা হয়। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরের নিজস্ব তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু রায়হান ফরিদ রাসেল, সাবেক ছাত্রনেতা এম আর বি হাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর, সাবেক যুবদল নেতা মামুন সিকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি বিপ্লব সিকদার, সাবেক সভাপতি পৌর ছাত্রদল এসএম মিনহাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সামছুল আরেফিন, সহ-সাংগঠনিক সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও শিক্ষানবিশ আইনজীবী শেখ মোহাম্মদ হাসনাত, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদেক সিকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সাজ্জাত হোসেন রবিন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক


খান শাহীনসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণকালে প্রতিজনকে ৫ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ১ পেঁয়াজ কেজি দেওয়া হয়। ওবায়দুল হক নাসির বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে এবং
সখীপুর বাসাইলের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে করোনাকালে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

