নিজস্ব প্রতিবেদকঃ “বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন” এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের সখীপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়েনের কালিদাস বাজারে এ বিট পুলিশিং সমাবেশ বক্তৃতা করেন সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম। স্থানীয় বনিক সমিতির সভাপতি সোরহার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা, সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, বনিক সমিতির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, আ’লীগ নেতা সাইফুল ইসলাম শিবলু, বীর মুক্তযোদ্ধা আশরাফ সিদ্দিকী, মন্টু মিয়া প্রমুখ। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সমাবেশে উপস্থিত ছিলেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ অনুযায়ী পুলিশের বিভিন্ন সেবার বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিট পুলিশং সমাবেশ।