নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উলজেলার সুরীরচালা আ.হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিসকক্ষে হামলা চালানো হয়েছে। এসময় অফিসকক্ষের চেয়ার ভাংচুর ও প্রধান শিক্ষককে লাঞ্চিত করা হয়। রোববার দুপুরে ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু সাঈদ মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ইউপি সদস্য আবু সাঈদ মিয়াকে আটক করেছে।
জানা যায়, গত ৩ নভেম্বর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় প্রধান শিক্ষক কফিল উদ্দিনকে অর্থ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তারিকুল ইসলাম বিদ্যুত (বর্তমান সাবেক)। অন্যদিকে ১৯ নভেম্বর প্রধান শিক্ষক কফিল উদ্দিন পরিচালনা পর্ষদের সভাপতি ও ১০ সদস্যকে বিবাদী করে টাঙ্গাইল সহকারী জজ আদালতে মামলা করেন। এদিকে ৩০ ডিসেম্বর পরিচালনা পর্ষদ কফিল উদ্দিনকে চূড়ান্তভাবে বরখাস্ত করে। ৫ জানুয়ারি ওই চূড়ান্ত বরখাস্ত এবং পরিচালনা পর্ষদের ওপর অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া সাময়িক বরখাস্তের বিষয়টি মিমাংসা না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষককে তার দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং চূড়ান্তভাবে বরখাস্ত করা থেকে পরিচালনা পর্ষদকে বিরত থাকতে বলা হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, মূলত সাবেক ইউপি সদস্য আবু সাঈদ মিয়ার নাতী শাওন আহম্মেদকে অবৈধভাবে বিদ্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ না দেওয়ার এ হামলা হয়েছে। তবে আটক সাবেক উপি সদস্য আবু সাঈদ মিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেন বিদ্যালয়ের অফিসক্ষে হামলার বিষয়টি অবগত না।