সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পিডিবি’র গড় বিলের নামে ভৌতিক বিল, মিটার পরিবর্তনের নামে কিছু অসাধু কর্মচারীদের প্রতারণা ও গ্রাহকদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহরের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। বুধবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রাহকদের পক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, গ্রাহক হয়রানি, ভৌতিক বিল ও মিথ্যা মামলার বিষয়টি মিমাংসা করতে প্রশাসনিকভাবে উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছি। উপজেলার অধিকাংশ বিদ্যুৎ গ্রাহকের মিটার রিডিংয়ের সঙ্গে বিলের কাগজের কোন মিল নেই। বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও এর কোন প্রতিকার পাওয়া যাচ্ছেনা। অবিলম্বে এ বিষয়গুলো নিষ্পত্তির দাবি জানান তিনি।
এ সময় গ্রাহকরাও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।