মামুন হায়দার: সখীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণিজ খাবারের গুরুত্ব বুঝাতে দু’টি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে সিদ্ধ ডিম খাওয়ানো হয়েছে। সোমবার প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে উপজেলার আনোয়ার হোসেন তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাকার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির দুপুরের খাবারে শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হয়। এ উপলক্ষে ওই দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে প্রাণিজ খাবার- দুধ, ডিম ও মাংস খাওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভিন মিনা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম উকিল উদ্দিন, ভেটেরিনারি সার্জন ডা. শফিকুল ইসলাম মানিক, বিদ্যালয়ের সভাপতি জুলফিকার হায়দার কামাল লেবু, আনোয়ার হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।