নিজস্ব প্রতিবেদকঃ ভিক্ষুুকমুক্ত, বাল্য বিবাহ, জঙ্গিবাদ, ইভিটিজিং, সন্ত্রাস ও নাশকতা,পরিচ্ছন্ন গ্রাম,পরিচ্ছন্ন শহর গড়তে মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে নবাগত ইউএনও আসমাউল হুসনা লিজা মতবিনিময় সভা করেছেন। সভায় ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, মুজিববর্ষ উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার নির্দেশনা রয়েছে। ইতোমধ্যেই শহরকে ভিক্ষুকমুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাল্যবিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে কাজী ও ইমাম মুয়াজ্জিনদের আরো সতর্ক হওয়ার নির্দেশনা দেন তিনি। সভায় ইউএনও আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, ওসি (তদন্ত) লুৎফুল কবির উদয়, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সভাতি মাওলানা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ারসহ বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাজী, ইমাম ও মুয়াজ্জিনগণ উপিস্থিত ছিলেন।
