নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বাংলাদেশ বিমানবাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির পক্ষ থেকে পাঁচশত দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নলুয়া বাজারে এ ত্রাণ বিতরণ করা হয়। পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমোডোর মন্জুর কবীর ভূঁইয়া ত্রাণ বিতরণ করেন। এসময় স্কোয়াড্রন লিডার দেলোয়ার হোসেন,কর্মচারী পরিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ও স্থানীয় চেয়ারম্যান আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হয়। সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল আওয়াল মন্ডল জানান, ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
