সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার নলুয়া পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির শাহীন স্কুল এন্ড কলেজ মাঠে ২৭০ জন অসহায় গরীব-দুঃখীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, প্রতিজনের জন্যে ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, লেবু ও একটি করে সাবান।

এ সময় বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমোডর মঞ্জুর কবির ভূঁইয়া (BUP, NDC, NSWC, ASWC, PSC), গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ (অধিনায়ক রক্ষণাবেক্ষণ শাখা), উইং কমান্ডার মোমেন (অধিনায়ক পরিচালন শাখা), উইং কমান্ডার গোলাম হোসেন (অধিনায়ক প্রশাসনিক শাখা) এবং স্কোয়াড্রন লিডার দেলোয়ার হোছাইন (অধিনায়ক- প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিট) প্রমুখ উপস্থিত ছিলেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সুশৃঙ্খলভাবে এসব ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
-এসবি/সানি