নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃৃহস্পতিবার সকালে কিডনি আওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এই শোভাযাত্রার আয়োজন করে। কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি সখীপুর থানা সংলগ্ন ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সখীপুর ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের চিকিৎসক মো. ওমর ফারুক, মো. আবু নাঈম, মো. লোকমান হোসাইন, মেডিকেল এসিস্ট্যান্ট আমবিয়া সুলতানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।