নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল (বিপি)’র জন্মদিন ও বিশ্ব স্কাউটস দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ স্কাউট সখীপুর উপজেলা শাখা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা স্কাউট কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্কাউটস’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, সখীপুর পিএম পাইলট গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, স্কাউটস’র কমিশনার শাহীনা আখতার, সহকারী কমিশনার জাহানারা খান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ভূঁইয়া, কোষাধক্ষ্য সহিদুল ইসলাম, উপজেলা কাব লিডার মনিরুজ্জামান, উপজেলা স্কাউট লিডার মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক কাব ও স্কাউটরা অংশ নেয়।