নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে আকস্মিক বৃষ্টির বাগড়ায় কর্ম বিমুখ হয়ে ঘুরে ফেরা করছে ধানকাটার শতশত শ্রমিক। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার মুখতার ফোয়ারা চত্বর, উপজেলা ক্যাম্পাসের বিভিন্ন ভবনের বারান্দায় বসে সময় কাটাচ্ছে তারা। রংপুর, কুড়িগ্রাম ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে কাজের সন্ধানে আসছে এসব শ্রমিক।
একাধিক শ্রমিক জানায়, দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশ থাকায় গতকাল বিকেল থেকে কেউ শ্রকিম সংগ্রহ করতে আসেন নাই। দুইদিন ধরে কোন কাজ পাচ্ছি না। উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ শুরু হলেও আবহাওয়া মন্দা থাকায় কেউ শ্রমিক নিচ্ছেন না। এ অবস্থা আরও দু’একদিন থাকলে খুব অসহায় হয়ে পড়বো। কোনমত রুটি আর কলা খেয়ে দিন যাপন করছি।


