নিজস্ব প্রতিবেদক: সখীপুর পৌর শহরের মার্কেন্টাইল ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী তার এপাচি ব্র্যান্ডের মোটরসাইকেল (টাঙ্গাইল-ল-১২-২৫৯৯) রেখে ব্যাংকের ভেতরে ঢুকেন। ১০ মিনিটের মধ্যেই মোটরসাইকেলটি উধাও হয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক শফিকুল ইসলাম সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। মোটরসাইকেলের মালিক শফিকের বাড়ি উপজেলার প্রতিমা বংকী গ্রামের পশ্চিম পাড়ায়।
তিনি সখীপুর বার্তাকে জনান, আমি মোটরসাইকেলের লক করে গিয়েছিলাম। ফিরে এসে দেখি মোটরসাইকেলটি নেই।
-এসবি/সানি