- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে পানিতে ডুবে ফারুক হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফারুক হোসেন ওই এলাকার শরিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফারুক হোসেন গতকাল বুধবার সকাল সাতটার দিকে স্থানীয় রাবেয়া বসশী (রা.) হাফেজিয়া মাদরাসা থেকে ফিরে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে ব্যাঙের সঙ্গে ঢিলছোড়া খেলা খেলতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে সহপাঠীদের চিৎকারে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাজিয়া সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।