

নিজস্ব প্রতি্বেদক: সখীপুরে ইউনিয়ন পর্যায়ের ভ্যান রিক্সাকে পৌর শহরে প্রবেশে বাঁধা দেওয়ায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোব্ধ ভ্যান-রিক্সা শ্রমিকরা। সোমবার সকাল ১২টা থেকে ঘণ্টব্যাপি সখীপুর-ঢাকা সড়কের প্রতিমা বংকী মাদরাসা এলাকায় শ্রমিকরা তাদের ভ্যান-রিক্সা সড়কে রেখে অবরোধ কর্মসুচী পালন করেন। এ সময় সখীপুর-ঢাকা সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বিষয়টি মিমাংসার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
জানা যায়, বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভ্যান-রিক্সা চালকদের যাত্রী নিয়ে পৌর কর্তৃপক্ষ পৌর শহরে ঢুকতে দিচ্ছে না। এতে উপজেলার ৮টি ইউনিয়নের কয়েক’শ ভ্যান-রিক্সা শ্রমিকরা নানা দুর্ভোগের স্বীকার হচ্ছেন।
দাড়িয়াপুর ইউনিয়নের ভ্যান চালক আব্দর রহমান বলেন, যাত্রী নিয়ে পৌর এলাকায় ঢুকলেই পৌর সভার লোকজন বাঁধা দেন। যাত্রীদের নামিয়ে আমাদের অপমান অপদস্ত করেন।
একাধিক ভ্যান শ্রমিক অভিযোগ করে বলেন, পৌর কর্তৃপক্ষ আমাদের কাছে ভ্যান-রিক্সা প্রতি এক হাজার করে টাকা দিয়ে তাদের সমিতিতে ভর্তি হতে বলেন। তা না হলে আমাদেরকে পৌর শহরে ঢুকতে দেয়া হবে না জানিয়ে দেন। তারা আরো বলেন, আমরা ইউনিয়ন ভিত্তিক সমিতিতে ভর্তি আছি। সারাদিনের সামান্য আয় আমরা কত জায়গায় টাকা খরচ করব।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন।

