নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মন্দিরের দানবাক্সসহ সাত দোকানে চুরি হয়েছে। রোববার রাতে উপজেলার মহানন্দপুর অনন্ত যাদব হরি মন্দিরের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি করে দুর্বত্তরা। ওই রাতেই উপজেলার কচুয়া বাজারের সাতটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলীম জানান, রোববার হাটের দিন থাকায় ব্যবসায়ীদের বেচা-কেনা ভালো হওয়ায় সংঘবদ্ধ চোরচক্র এ রাতে চুরি করতে আসে। চোরেরা ওই বাজারের ওষুধ ব্যবসায়ী লাল মাহমুদ, জ্বালানি তেল ও পার্টস্ ব্যবসায়ী সুলতান আহমেদ, খাদ্য ব্যবসায়ী শাহাদত শাহজাহান, মোবাইল ও ফেক্সিলোড ব্যবসায়ী হারিজুল শিকদার, ঢেউটিন ব্যবসায়ী আবদুস ছালাম, সার ও কীটনাশক ব্যবসায়ী হারুন শিকদার এবং নলকূপ ও স্যানেটারি পাইপ ব্যবসায়ী আবদুল বারেকের দোকানের চালের টিন ও বেড়া কেটে নগদ অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সখীপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে বণিক সমিতির সভাপতি জানিয়েছেন। এদিকে উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রবীন কুমার বর্মণ জানান, রোববার রাতে উপজেলার মহানন্দপুর এলাকার ট্রাইবাল ওয়েলফেয়ারের অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরেরা কাগজপত্র তছনছ করেছে। এছাড়াও ওই রাতে একই এলাকার আদিবাসী ব্যবসায়ী সঞ্জয় বর্মণ ও গোবিন্দ বর্মণের দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
-এসআইএস