ইসমাইল হোসেন: সখীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে ইউএনও মো.আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড.জোয়াহেরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার(ভূমি) আয়শা জান্নাত তাহেরা, ওসি আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, এসএম আমজাদ হোসেন, কেবিএম রুহুল আমীন প্রমুখ। পরে প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন।