ইসমাইল হোসেনঃ
সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক ও নারী উদ্যোক্তা রওশন আরা আক্তার রিতা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। সোমবার সকালে সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে রিতা বলেন, আমি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমাকে দল সর্মথন দিলে এ উপজেলার নারীদের নিয়ে কাজ করব।