- সখীপুর প্রতিনিধি: সখীপুরে মায়ের দায়ের কোপে ছেলে তুষার মিয়া (২৪) গুরুতর আহত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার লাঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তুষার ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। গুরুতর আহত তুষারকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘঁনায় পুলিশ মা শাহিনা বেগমকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, তুষার দীর্ঘদিন ধরে মাদকাসক্তসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। সে নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাত। রবিবার সকালে তুষার তার মায়ের কাছে নেশার টাকার জন্য চাপ দিলে মা শাহিনা বেগম অতিষ্ঠ হয়ে দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তাকে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। মানবিক দৃষ্টিকোণ থেকেই ছেলেটাকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্যে মা শাহিনা বেগমকে থানায় আনা হয়েছে।’