নিজস্ব প্রতিবেদকঃ‘‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’’ সখীপুর শাখার নতুন দ্বি-বার্ষিক কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সখীপুর শাখার নব গঠিত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুর সভাপতিত্বে ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, আবাসিক মহিলা অনার্স কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহামম্দ আবদুল আলীম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন’’ সখীপুর শাখার নবগঠিত সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক কাইউম হোসাইন, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


