নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস প্রতিরোধে প্রত্যেকের মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে সখীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার কাঁচা বাজার, জেলখানা মোড়, ফোয়ারা চত্বরসহ জনগুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেনের নেতৃত্বে অভিযানে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.এইচ.এম লুৎফুল কবির, উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন,
সখীপুরে হাট-বাজারে ও যানবাহনে সর্বসাধারণকে মাস্ক পরা নিশ্চিত করতে পুলিশের এ অভিযান শুরু হয়েছে। অভিযানে
সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে মাস্ক পরে চলাচল করতে উদ্বুদ্ধ করা হয়।


